টিনএজ প্রেমের একটি সাংঘর্ষিক রূপ উঠে এসেছে এই উপন্যাসের গতি অন্বেষায়। নায়ক পাভেল চিত্রনাট্যকার ও পরিচালক। দুই নায়িকা-চরিত্র দিয়া ও সেবার বয়স পনেরো থেকে একুশ। মিথিলা চরিত্রটি ত্রয়ী প্রেমের এক বাঁক। উপন্যাস বিস্তৃতিতে যুক্ত হয়েছে নাটকপাড়ার আরো অনেক চরিত্র। নানা পর্যায়ের সাংস্কৃতিক কর্মীর যোগাযোগ এই জগতের বিভিন্ন অপ্রকাশিত ঘটনাকে কঠিন বাস্তবের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। এর মধ্য দিয়ে প্রেম কখনো পূত-পবিত্র ভালোবাসায় রূপস্বর উজ্জ্বল, কখনো রোগে-শোকে পরিতাপিত, কখনো-বা বিলাসে উৎকীর্ণ। গল্প ডাঙায় উপন্যাসিকের কলমে উঠে আসছে আরো অনেক সত্য কাহিনী-চরিত্র, প্রগাঢ় অনুভূতির ব্যপ্তিতে। তখনি উঠে এসেছে প্রশ্ন : কে থাকছে পাভেলের জীবনে, নাকি তিনজনই বসবে বিয়ের পিঁড়িতে? শেষ পর্যন্ত প্রেম-রোগ-বিলাস রোগ-বিলাস মুক্ত হতে পারবে তো?