তখনো সেক্টর গঠিত হয়নি। ৪র্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট নিয়ে মেজর খালেদ মোশাররফ ত্রিপুরা রাজ্যের মতিনগরে অস্থায়ী ক্যাম্প স্থাপন করেছেন। ঢাকা, কুমিল্লা, নোয়াখালি, ফরিদপুর থেকে হাজার হাজার মুক্তিপাগল ছাত্র-জনতা উপস্থিত বক্তৃতায় তাদের উদ্দেশ্যে বলেন, ‘আমি তোমাদের দেশপ্রেম শেখাবো না। দেশপ্রেম এমনিতেই তোমাদের আছে, না হলে তোমরা এখানে আসতে না। আমার কাজ তোমাদের যুদ্ধ শেখানো। আর যেভাবে যুদ্ধ শেখানো উচিত তার সময় এবং সুযোগ এখানে নেই। তোমরা যুদ্ধ করেই যুদ্ধ শিখবে। যুদ্ধের মাঠই তোমাদের প্রশিক্ষণ একাডেমী’। ছেলেরা অনুপ্রবেশের আগে বাংলাদেশ থেকে আনা একমুঠো মাটি যোদ্ধাদের হাতে দিয়ে শপথ করাতেন। বলতেন, ‘তোমাদের হাতে একমুঠো বাংলাদেশের মাটি। এই একমুঠো মাটি যথেষ্ট নয়। আমাদের দরকার গোটা বাংলাদেশের মাটি’। খালেদ ছিলেন দেশপ্রেম উজ্জীবিত করার এক জাদুকর। সেই অনন্য জাদুকরকে নিয়ে এ বই।