“নিজে নিজে শিখুন ইন্টারনেটে অর্থ আয়” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
মাত্র কয়েকবছর আগেও বাংলাদেশে ইন্টারনেটে ইনকাম সম্পর্কিত বিষয়গুলাে ছিল গল্পের বিষয়। কিন্তু এখন এটা প্রচন্ড বাস্তবতা। অনেক স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরাও এখন অনলাইনে ইনকাম করে নিজের খরচ মিটিয়ে পরিবারেও স্বচ্ছলতা আনতে সহায়তা করতে পারছে। স্বীকার করছি ইন্টারনেটে অর্থ উপার্জনের যথেষ্ঠ সুযােগ আছে। কিন্তু তা এতােটা সহজলভ্য নয়। আপনি চাইলেন আর সাথে সাথে আজ থেকেই ডলার কামাতে শুরু করলেন বিষয়টা এতাে সহজ নয়। আর সেটা আশা করাও ঠিক নয়। তাহলে আর দেখতে হতাে না, সকলেই একটা করে কম্পিউটার আর ইন্টারনেট লাইন ক্রয় করে বড়লােক হয়ে যেত। অন্তত তৃতীয় বিশ্বে তাে বটেই। তবে চেষ্টা করতে তাে দোষ নেই। তাছাড়া আমি বলেছি, সঠিক স্থানে আর সঠিক পদ্ধতিতে চেষ্টা করতে। সেই পদ্ধতি আর দিক নির্দেশনা দেয়ার চেষ্টা করা হয়েছে এই বইতে।