বই সংক্ষেপ
আপনি কি জানেন একটি কাগজকে ৪২ বার ভাঁজ করলেই পৃথিবী থেকে চাঁদের সমান দূরত্বের মোটা হবে কাগজটা। কী বিশ্বাস হলো না? কিন্তু মজার ব্যাপার হলো আপনাকে যদি বলা হয় খাতা থেকে একটি পৃষ্ঠা ছিড়ে সেই কাগজকে ৮ বার ভাঁজ করে দেখাতে, নিশ্চিত থাকুন হাজার বার চেষ্টা করেও ব্যর্থ হবেন। কাগজ ভাজের এই ব্যাপারটার গাণিতিক ব্যাখ্যা থাকছে নভেম্বর মাসের গণিত সাময়িকী ‘পাই জিরো টু ইনফিনিটি’তে। এবারের সংখ্যার আরেকটা বিষয় পিৎজা থিওরির কথাই ধরা যাক। একেবারে সহজ একটা জ্যামিতির মাঝে যে বাস্তব জীবনের এত সুন্দর একটা ব্যাপার লুকিয়ে আছে তা কে জানতো। এই পিৎজা থিওরি নিয়েই সাজানো হয়েছে এবারের পাই জিরো টু ইনফিনিটির প্রচ্ছদ ‘পিৎজা থিওরি : খাওয়া দাওয়ার মাঝে উপপাদ্য’।
এবারের আরেকটা আকর্ষণীয় দিক হলো আমাদের ভারতীয় উপমহাদেশের তিন উল্লেখযোগ্য গণিতবিদের জীবন কাহিনি ও তাদের অবদান নিয়ে ফিচার। এঁরা হলেন ভাস্কর, বৌদ্ধজনা এবং পিঙ্গল। উঠে এসেছে রাশিয়ান গণিতবিদ সোফিয়া কভালেভস্কার কথাও। আর প্রতিবারের মত একটি নতুন সংখ্যা নিয়ে রঙ্গ তামাশা তো থাকছেই। আর এবারের সংখ্যা 420.সবার জীবনের প্রতিটি ক্ষেত্রে 420 বারবার ফিরে আসুক এই কামনা করি।