“স্বপ্ন লজ্জাহীন ” বইটি সম্পর্কে কিছু কথাঃ
একটা মেয়েকে ভালােবাসে দুই বন্ধু। মেয়েটার নাম মনীষা যাকে ভালােবাসে সুনীল আর হেমন্ত দুজনই। তাদের দুজনের ভালােবাসাই মনীষার কাছে অপ্রকাশ্য। কিন্তু দুই প্রতিদ্বন্দ্বীর কাছে কিন্তু তা দিবালােকের মতই সহজ সরল। একাধারে তারা মনীষাকে পেতে চায়, অন্যদিকে আবার বন্ধুত্বের মায়ায় বন্ধুকে নিজের থেকে বেশি খুশি দেখতে চায়। এই নিয়ে নতুন মনস্তাত্বিক দ্বন্দ্ব শুরু হয় দুই বন্ধুর। এই দ্বন্দ্বে কেউ কাউকে হারাতে পারে না। কিন্তু কেউ কি জেতে? তাও বােধ হয় নয়। সুনীল আর হেমন্ত কখনােই বুঝতে দেয় না মনীষাকে তাদের ভালােবাসার কথা। অন্যদিকে মনীষাও তাে অতি সামান্য একটা মেয়ে। তাই সেও দুই যুবকের ভালােবাসাকে ধরতে ব্যর্থ হয় বাঃ ধরতে পারলেও দুজনের মধ্যে কাকে বেছে নেবে, সেই সিদ্ধান্তে। আসতে না পেরে বিয়ে করে তৃতীয় একজনকে। সেই তৃতীয়জনের কাছে মনীষা সুখি হিয় কিনা জানি না। কিন্তু মনীষাকে না পেয়ে তার দুই সাবেক ‘হলেও হতে পারত প্রেমিক’ এর কিচতু হৃদয় ভেঙে ছারখার হয়ে যায়। মনীষাও জীবন থেকে সত্যিকারের দুটো ভালােবাসাকে হারায়। চিরকালের চিরচেনা ভালোবাসার অসংখ্য খণ্ডচিত্রের জোড়া দিয়ে সুনীল গড়ে তুলেছেন লজ্জাহীন স্বপ্নের আসর -“স্বপ্ন লজ্জাহীন”