তারপর দেখলাম আমার বাম দিকের পাথুরে দেয়াল বেলুনের মতো ফুলছে। ফুলতে ফুলতে সরে আসছে আমার দিকে। দেখলাম জ্যান্ত হবার পায়তারা কষছে ওটা। ফোলা অংশ দু’ভাগ হয়ে একজোড়া প্রকাণ্ড ঠোঁটের আকৃতি নিল, আক্ষরিক অর্থেই দানবীয়, যেন গায়ে গায়ে লেগে থাকা ডালপালা কাটা একজোড়া কালো রঙের কলাগাছ, আমার এক গজের মধ্যে চলে এসেছে।