“উড়াল পাতা”বইটির প্রথমের কিছু অংশ:
ও একটা পাখি। পালকগুলাে হলুদ। ঠোট দুটো নীল। মাথার ওপর লাল তিনটে ঝুঁটি।। আর ও একটা পাতা। গাঢ় সবুজ। সবুজ পাতা যে ডালে থাকে, সেখানে আসে হলুদ পাখি। হলুদ পাখি আর সবুজ পাতা। বেশ খাতির দুজনায়। আলাপ জমায়। একদিন সবুজ পাতা বলেহলুদ পাখি হলুদ পাখি তােমার দিকে তাকিয়ে থাকি ওড়াে তুমি কেমন করে? সকাল বিকাল দুপুর ভােরে। হলুদ পাখি বলেওড়াওড়ি নয়র্কো সহজ ভাই উড়তে হলে অনেক জানা চাই।