বাংলাদেশের সমকালীন সমাজ-সংস্কৃতি-সাহিত্য বিষয়ে একগুচ্ছ রচনার সংকলন কথামালা। বিশ্বজিৎ ঘোষ রচিত কথামালা-র এটি প্রথম খণ্ড। সংকলিত রচনাগুচ্ছে সমকালীন বাংলাদেশের প্রাসঙ্গিক নানা বিষয় সূক্ষ্ম পর্যবেক্ষণে উঠে এসেছে। ধারণা করি, রচনাগুচ্ছ পাঠ করে কৌতূহলী পাঠক নতুন অভিজ্ঞতায় আলোড়িত হবেন। ভাষিক সারল্য, গতিশীলতা এবং বক্তব্যে ঋজুতা বিশ্বজিৎ ঘোষের গদ্যরচনার প্রধান বৈশিষ্ট্য। বিষয় ভাবনায় পাওয়া যাবে লেখকের স্বকীয় জীবনদৃষ্টি ও বিশ্ববীক্ষার পরিচয়। কথামালা ভালো লাগলে আমরা আনন্দিত হব।