এসব শিশু-কিশোরের যুদ্ধে যাওয়ার অনুপ্রেরণা ছিল একান্তই দেশপ্রেম। অধিকাংশ ক্ষেত্রেই এই কিশোরদের দেখা গেছে সহপাঠীদের নিয়ে একসঙ্গে যুগ্ধে গেছেন। কোনো কোনো স্কুলের শিক্ষার্থী মুক্তিযোদ্ধাদের একাধিক খেতাব পাওয়ার প্রমাণও আছে। একাত্তরের কিশোর যোদ্ধা। মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী কয়েকজন কিশোরের স্মৃতিকথা নিয়ে ‘একাত্তরের বীর কিশোর’। কৈশোরে যুদ্ধ যুদ্ধ খেলার মতো নয় তাঁদের সেই লড়াই। রীতিমতো যুদ্ধ জয়ের নেশা এবং শেষটায় বিজয়। সাফল্যের স্মারক-একটি দেশ, বাংলাদেশ। যুদ্ধস্মৃতিতে দেখা যাবে তাঁদের ভয়ংকর সময় মোকাবেলার অনেক ঘটনা। কখনো মনে হবে অ্যাডভেঞ্চারের নেশায়। বুঝি তাঁরা মুখোমুখি হচ্ছেন শক্তিধর পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে, কখনো মনে হবে মরতে মরতে বেঁচে যাচ্ছেন অলৌকিকভাবে।