নাটকসংগ্রহ-২

৳ 540.00

লেখক সাইমন জাকারিয়া
প্রকাশক অ্যাডর্ন পাবলিকেশন
আইএসবিএন
(ISBN)
9789842003288
ভাষা বাংলা
পৃষ্ঠার সংখ্যা ২৭২
সংস্কার 1st Published, 2013
দেশ বাংলাদেশ

রবার্ট ফ্রস্ট যথার্থই বলেছেন, ঐতিহ্য হলো যুগ-যুগ ধরে বহুব্যবহৃত একজোড়া পাদুকা, যা আমাদের পূর্বপুরুষরা পায়ে দিয়ে স্বচ্ছন্দ হেঁটেছেন এবং পরবর্তী প্রজন্মের জন্যে রেখে গেছেন। আমাদের কর্তব্য হলো ঐ পাদুকাজোড়া পায়ে দিয়ে আবার এগিয়ে যাওয়া। এই পায়ে দিয়ে এগিয়ে যাওয়াটা হতে হবে স্বচ্ছন্দ, গতিময়, অর্থবহ। আর সেটি করতে হলে প্রয়োজন ব্যক্তিক মেধা বা “ইনডিভিজুয়াল ট্যালেন্ট”। সাইমন-এর ব্যক্তিক মেধা সাইমনকে সহজেই আমাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া ঐতিহ্যের পাদুকায় পা প্রবেশ করাতে এবং স্বচ্ছন্দ এগিয়ে যেতে সাহায্য করেছে নিঃসন্দেহে। … সাইমন-এর অভিলাষ ও অভিযাত্রা বা ‘এ্যাপ্রোচ’ বিশাল। তিনি একাধারে বাঙালি ঐতিহ্যের সাথে সন্নিহিত এবং সেই একই সচেতনতা তাঁকে বিশ্বনাটকের কাছে টেনে নিয়ে যায় ফলে রচনা করেন বোধিদ্রুম, যুগান্তরো রূপালো নাচি, বিনোদিনী, সীতার অগ্নিপরীক্ষা, এবং এ নিউ টেস্টামেন্ট অব রোমিও অ্যান্ড জুলিয়েট। এই যে দেশজ ও বৈশ্বিক বিষয়বস্তুর প্রতি আকর্ষণ- তা সাইমন যেমন জন্মগতভাবে পেয়েছেন যা সবাই পান না। বর্ণনাত্মক নাট্যরীতির সাথে সংলাপাত্মক নাট্যরীতির সমন্বয় ঘটাতে সাইমন তাঁর এই “নাটকসংগ্রহ” গ্রন্থের আটটি নাটকের কোনোটিতেই অঙ্ক ও দৃশ্য বিভাজন করেন নি এবং ফলে তিনি তাঁর বর্ণনাত্মক ধারাবাহিকতা অক্ষুণ রেখেছেন। এমন কি এও লক্ষ্য করা যায়- তিনি অনেক ক্ষেত্রেই কে কোন সংলাপ উচ্চারণ করবেন তার সঠিক অনুক্রম রচনা করেন নি, যার ফলশ্রুতিতে নাট্যনির্দেশকÑ আমার মতে যথেষ্ট স্বাধীনতা পেয়ে যান নাটকের নবতর কোনো ব্যাখ্যা প্রদানে। এটি অবশ্যই অভিনব যদিও চারিত্রিক দিক দিয়ে এই বিষয়টি “নভেল”, “এপিক” বা “ভার্স ন্যারেটিভ”যা অনেক ক্ষেত্রেই ব্রেখটীয় নাট্যতত্ত্বের কথা স্মরণ করিয়ে দেয়। মনে রাখা প্রয়োজন সাইমন-এর আত্ম-পরিচয় অনুসন্ধানের প্রচেষ্টায় বা বাঙালি জাতিসত্ত্বার পরিচয় উদ্ঘাটনের মাধ্যম হিশেবে এই নাট্যরীতি সম্পূর্ণ সফলভাবে ব্যবহার্য বলে আমার মনে হয়। -অধ্যাপক আবদুস সেলিম

সাইমন জাকারিয়া (Saymon Zakaria), সব্যসাচী লেখক। কবিতা থেকে শুরু করে গান, নাটক, উপাখ্যান, টেলিভিশন ও চলচ্চিত্রের পাণ্ডুলিপি রচনা, এমনকি স্বপ্রণোদিত গবেষণাকর্ম সম্পাদনে তাঁর নিষ্ঠা ইতোমধ্যে সুধীসমাজের স্বীকৃতি অর্জন করেছে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তাঁর সৃজনশীল সাহিত্য রচনা ও গবেষণাকর্ম অভিনন্দিত হয়েছে। তিনি ২০১২ খ্রিষ্টাব্দ থেকে আমেরিকার দি ইউনিভার্সিটি অব শিকাগোর ভিজিটিং স্কলার হিসেবে সেখানকার বিভিন্ন বিভাগে ক্লাস লেকচার দেওয়াসহ বিভিন্ন ধরনের সেমিনার ও সিম্পোজিয়ামে অংশগ্রহণ করেছেন। পাশাপাশি আমেরিকার ইউনিভার্সিটি অব ওয়াসিংটন, ইউনিভার্সিটি অব প্যান্সিলভানিয়া, ইউনিভার্সিটি অব ক্যালিফর্নিয়া; ফ্রান্সের বিবলিওথেকো ন্যাশনালে দে ফ্রান্স (ফ্রান্সের জাতীয় গ্রন্থাগার); জাপানের টোকিও ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজ; রোমারিয়ার সাপেন্সিয়া—হাঙ্গেরিয়ান ইউনিভার্সিটি অব ট্রান্সেলভানিয়া প্রভৃতি স্থানে একাডেমিক বক্তৃতা উপস্থাপন করেছেন। এছাড়া, নানাবিধ কর্মশালা ও জনসংস্কৃতি গবেষণা করেছেন শ্রীলঙ্কা, ফিলিপাইন্স, নেপাল, তুরস্ক, শ্রীলংকা, ভারত, মরক্কো, কিরগিজ রিপাবলিক প্রভৃতি দেশে। তিনি বাংলাদেশের ঐতিহ্যবাহী নাটকের ভাষারীতি শীর্ষক অভিসন্দর্ভের জন্য ঢাকা বিশ^বিদ্যালয় থেকে পিএইচডি এবং বাংলাদেশের লোকায়ত রামায়ণের রাম—সীতা চরিত্র শীর্ষক অভিসন্দর্ভের জন্য জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয় থেকে এমফিল ডিগ্রি অর্জন করেন। তাঁর সৃষ্টিশীল, গবেষণা ও সম্পাদিত গ্রন্থের মধ্যে রয়েছে- কাব্যগ্রন্থ: সদানন্দের সংসারে, আনন্দময়ীর আগমনে, অবণাগবণ: সমকালীন বাংলা ভাষায় প্রাচীন চর্যাপদের রূপান্তরিত গীতবাণী; উপন্যাস: কে তাহারে চিনতে পারে, কূলহারা কলংকিনী; নাটক: শুরু করি ভূমির নামে, বোধিদ্রুম, উত্তরলালনচরিত, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কী, মহাকবির সমস্যা, নাটকসংগ্রহ [প্রথম ও দ্বিতীয় খণ্ড]; গবেষণা: প্রাচীন বাংলার বুদ্ধ নাটক, বাংলাদেশের লোকনাটক: বিষয় ও আঙ্গিক—বৈচিত্র্য, Pronomohi Bongomata: Indigenous Cultural Forms of Bangladesh, প্রণমহি বঙ্গমাতা [৫টি খণ্ড], রবীন্দ্রনাথ জনমানুষের কাছে, Traditional Musical Instruments (A descriptive catalogue of the Traditional Musical Instruments in the Bangladesh National Museum), বাংলাদেশের লোকসংগীত, সাধক কবিদের রচনায় বঙ্গবন্ধুর জীবন ও রাজনীতি, কামাল চৌধুরী: স্বদেশের জল মাটি, বাংলা সাহিত্যের অলিখিত ইতিহাস (যৌথভাবে রচিত), ফোকলোর ও লিখিত সাহিত্য: জারিগানের আসরে ‘বিষাদ—সিন্ধু’ আত্তীকরণ ও পরিবেশন—পদ্ধতি (যৌথভাবে রচিত), বাংলাদেশের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র (যৌথভাবে রচিত); সংকলন ও সম্পাদনা: সেলিম আল দীন রচনাবলী [৮টি খণ্ড], নাট্যচিন্তা: রবীন্দ্রনাথ ঠাকুর, বাংলা একাডেমি ফোকলোর সংগ্রহমালা [১ম থেকে ৮৫তম খণ্ড], City of Mirrors: Songs of Lālan Sāi (Text, Translation and Commentary by Carol Salomon, co-editor Keith E. Cantu), বাংলাদেশের লোকশিল্পী তালিকা, পুথিকাব্য: বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ প্রভৃতি উল্লেখযোগ্য। সম্পাদনা করেন ভাবনগর : ইন্টারন্যাশনাল জার্নাল অব বেঙ্গল স্টাডিজ। লেখালেখির পাশাপাশি তিনি বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন টেলিভিশন চ্যানেলে বাংলাদেশের সংগীত—নাট্য—নৃত্য ও সংস্কৃতি সম্পর্কিত অনুষ্ঠানের গবেষণা, পরিকল্পনা ও সঞ্চালনার সাথে যুক্ত। তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (২০১৯), প্রথম আলো বর্ষসেরা বই পুরস্কার (১৪১৫), মধুসূদন একাডেমি পুরস্কার (২০১৮)সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পুরস্কার অর্জন করেছেন। জন্ম ৩ ডিসেম্বর ১৯৭২, কুষ্টিয়া জেলার কুমারখালী থানার জুগলি গ্রামে, পৈতৃক নিবাস ঝিনাইদহ জেলার বসন্তপুর গ্রামে।


লেখক সম্পর্কে বিস্তারিত পড়ুন →
বই সম্পর্কে কোন জিজ্ঞাসা বা মতামত থাকলে আমাদেরকে জানান
শেয়ার করুন

লেখকের অন্য বইসমূহ

প্রকাশকের অন্য বইসমূহ