“জান্নাতী হুর কেমন হবে?” বইটি সম্পর্কে কিছু কথা:
আল্লাহ তাআলা মুমিনের জন্য তৈরি করে রেখেছেন চিরসুখের আবাসন-জান্নাত। এ জান্নাত কেমন, তার বর্ণনা আল্লাহ তাআলা কোরআন মাজিদে এবং বিশ্বনবী (সা.) হাদিসে সবিস্তারে বর্ণনা করেছেন। উপরিউক্ত বইটিতে জান্নাতরে বিভিন্ন নিয়ামত সম্পর্কে আলোচনা হইছে। বইটিতে জান্নাতি হুরদের বৈশিষ্ট সম্পর্কে আলোচনা করা হইছে।