ভূমিকা
মানবীয় ভূগোল একটি বিশাল বিষয়। এর সকল গুরুত্বপূর্ণ দিক একটি গ্রন্থে ধারণ করানো এককথায় প্রায় অসম্ভব। বাংলাদেশের শিক্ষার্থী ও সাধারণ অনুসন্ধিৎসু পাঠকদের প্রতি আমার কর্তব্য আংশিক হলেও পালন করতে পেরেছি। তবে এ কাজে কতটুকু সফল হতে পেরেছি তা তাঁরাই বিচার করবেন ।
বাংলা ভাষায় রচিত এ গ্রন্থে উপস্থাপিত বিষয়বস্তু যাতে সম্পূর্ণ বিজ্ঞানসম্মত, সূত্রানুগ এবং সবদিক দিয়ে উচ্চমানের হয় যে জন্য আমি যথেষ্ট সচেষ্ট থেকেছি। গ্রন্থপঞ্জীতে প্রদত্ত প্রামাণ্য গ্রন্থসমূহ ছাড়াও আরও বহু গ্রন্থ ও প্রবন্ধ থেকে সর্বাধুনিক আবিষ্কৃত তথ্যসমূহ সংগ্রহ করে সহজবোধ্য ও সুশৃঙ্খলভাবে বর্তমান গ্রন্থে উপস্থাপিত করা হয়েছে। বক্তব্যকে স্পষ্ট ও দৃশ্যমান করে তোলার জন্য বহুসংখ্যক আলোকচিত্র ও মানচিত্র এ পুস্তকে সন্নিবিষ্ট করা হয়েছে।
বর্তমান গ্রন্থটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রয়োজনের কথা বিবেচনা করেই রচিত হয়েছে। আমি সবসময়ই চেষ্টা করি আমার মুখের ভাষার সাথে লিখিত ভাষার সাদৃশ্য রাখার। এ বইটিতে মানবীয় ভূগোলের বিভিন্ন দিক অন্তর্ভুক্ত হয়েছে। আর সেখানেই জোরটি বেশি দেয়া হয়েছে ।
বইটি প্রণয়নে বিভিন্ন প্রকার সাহায্য সহযোগিতার জন্য আমার সহকর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করছি । বইয়ে সন্নিবেশিত মানচিত্রাদি অঙ্কনে সহায়তা করার জন্য হা-মিম কম্পিউটারের স্বত্ত্বাধিকারী জনাব মাসুম সাহেবকে জানাই আন্তরিক ধন্যবাদ ! গ্রন্থটি যথাসম্ভব তথ্যে সমৃদ্ধ করে তুলতে যেসব পুস্তকের সাহায্য নিয়েছি কৃতজ্ঞতার সাথে তা স্বীকার করছি ।
সর্বশেষ ধন্যবাদ পারফেক্ট পাবলিকেশন্স-এর স্বত্ত্বাধিকারী কাজী জহুরুল ইসলাম বুলবুলকে বইটি প্রকাশের জন্য । বাংলাভাষায় উচ্চশিক্ষা বিকাশের ব্যাপারে তাঁর যে আন্তরিক আগ্রহ এ পদক্ষেপ তারই পরিচয় বহন করে। এঁদের কারও ঋণ পরিশোধের নয়। আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।