“আরও রহস্য ২৫” বইয়ের পিছনের কভারের লেখা:
সাহিত্য যদি হয় জীবনের অয়েল পেন্টিং, রহস্য কাহিনি তবে জীবনের ফোটোগ্রাফি। রহস্য কাহিনির মূল উপাদান তাে জীবনের ঘটমান বিষয়বস্তুর প্রতিফলন মাত্র। অপরাধের ইতিহাস তাে আজকের নয়। যেদিন থেকে বােধবুদ্ধি সম্পন্ন মানুষের মনে লােভ নামক অনুভূতির প্রকাশ ঘটেছে, সেদিন থেকেই শুরু অপরাধের প্রবণতা। আজও যা অব্যাহত। খুন, জখম, ধর্ষণ, প্রতারণা, রাহাজানি এ তাে প্রতিদিনের ঘটনা। এই গ্রহটি যতদিন থাকবে, অপরাধের ধারা ততই দীর্ঘ হতে দীর্ঘতর হবে। এই গ্রন্থের পঁচিশটি গল্পই অপরাধ এবং অপরাধীদের নিয়েই। পঁচিশটি গল্পই ভিন্ন স্বাদের ভিন্ন অপরাধের কাহিনি নিয়ে লেখা হয়েছে। আশা করা যায় পাঠককুলের কাছে বইটি সমাদৃত হবে।