“বাংলাদেশের গ্রামীণ খেলাধুলা” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
বাংলাদেশের গ্রামীণ খেলাধুলা ফোকলােরের অন্তর্ভুক্ত। স্বশিক্ষিত, নিরক্ষর কিংবা অশিক্ষিত জনসাধারণ তাদের শরীরচর্চা আনন্দ-বিনােদনের জন্য ব্যায়াম ও প্রতিযােগিতামূলক খেলাধুলা নিজেরাই সৃষ্টি করেছেন। এগুলাে পেয়েছে ব্যাপক জনপ্রিয়তাও। এসব লৌকিক খেলাধুলা। লােকবিজ্ঞানের উপর ভর করে স্বাস্থ্যবিজ্ঞানেও গুরুতুপর্ণ ভমিকা রাখছে। খেলাধুলার উপযােগিতা শুধু দেহকে কেন্দ্র করেই নয়, ব্যক্তিগত জীবনে বয়ে আনে সুখ ও শান্তি। খেলাধুলায় পরস্পর বন্ধুসুলভ আচার-আচরণে সকলকে গ্রথিত করতে সক্ষম, যা অন্যান্য ক্ষেত্রে দুর্লভ। কায়িক শ্রমসাপেক্ষ খেলাধুলায় শরীরের সুস্থতা ও সবলতা বৃদ্ধি পায়, মানুষ দীর্ঘজীবন লাভ করে।