নতুন সংস্করণে লেখক কথা:
আলহামদু লিল্লাহ! কোরআনের অভিধান’ গ্রন্থটিকে এখন আর কারো সাথে পরিচয় করানাের প্রয়ােজন নেই। এ দেশের ওলামায়ে কেরাম ও ছাত্র শিক্ষক তথা কোরআনের শিক্ষানুরাগীদের কাছে এটি আজ একটি অতি পরিচিত ও প্রয়ােজনীয় গ্রন্থ। এদেশের সর্বস্তরের মানুষদের কাছে কোরআনের এই গ্রন্থটির গ্রহণযােগ্যতার জন্যে আমি আল্লাহ তায়ালার শােরগােযারী করি। শােরগােযারী করি এই কথা ভেবে যে, এই ছােট্ট বইটি কিছু মানুষকে হলেও কোরআন অনুধাবনে কিছু বাস্তব সহযােগীতা দিতে সক্ষম হয়েছে।