“থাকা না-থাকার গল্প” বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ
‘থাকা না-থাকার গল্প’ সৈয়দ মনজুরুল ইসলামের দ্বিতীয় গল্পগ্রন্থ। তাঁর প্রথম গল্পগ্রন্থ ‘সৈয়দ মনজুরুল ইসলামের শ্রেষ্ঠগল্প’ প্রকাশিত হয় কলকাতার প্রমা প্রকাশনী থেকে ১৯৯৫ এর জানুয়ারিতে। সৈয়দ মনজুরুল ইসলামের গল্পের ধরন বাংলাদেশের প্রথাগত গল্প থেকে আলাদা। একে কেউ বলেছেন অপ্রচলিত, কেউ নিরীক্ষাধর্মী, কেউ (বিশেষ করে যারা একাডেমিক শ্রেণিকরণে উৎসাহী) উত্তরআধুনিক। তবে যেভাবেই দেখা হােক, তার লিখার স্বাতস্ত্র্য অনস্বীকার্য। আমাদের অভিজ্ঞতার অঞ্চল থেকেই উঠে আসে এদের বিষয়-আশয়, কিন্তু বর্ণনার গুণে তারা হয়ে ওঠে জীবন্ত, এবং আমাদের টেনে নেয় তাদের অভ্যন্তরে। আমরাও গল্পের অংশ হয়ে যাই।
আশি ও নব্বইয়ের দশকে বিভিন্ন কাগজে লিখা গল্প থেকে বাছাই করে মলাটবন্দি করা হয় ‘থাকা না-থাকার গল্প’।