আলোচ্য বইটিতে লেখক কুরআন ও হাদীসের রেফারেন্সসহ বেহেশত ও দোযখের সৃষ্টি, বেহেশতের পরিচয়, নামসমুহ, দরজাসমুহ, আয়তন, প্রবেশের পূর্বের অবস্থা, চারটি ঝর্না, ফলবান বৃক্ষ, বেহেশতিদের আকৃতি, শক্তি, হুর, আল্লাহ তায়ালার দর্শন, বোরাক, দরজা সমূহ, ইত্যাদি নেয়ামতের বর্ণনা , অনুরূপ দোযখের পরিচয়, নাম , সংখ্যা, সীমাহীন কষ্ট, শয়তানের প্রতারনা , প্ররোচনা ও ধোকা থেকে বাঁচার আমল ইত্যাদির বিশদ আলোচনা করা হয়েছে।