“প্রথম দেখা আমেরিকা” বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ
বিশ্বের প্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটানাে হয়েছিল ১৯৪৫ সালের ১৬ জুলাই আমেরিকার আবুকারকি শহর থেকে ১১৮ মাইল দক্ষিণে আলামােগাের্ডো নামে এক জায়গায়। সেই জায়গাটি ট্রিনিটি সাইট বা গ্রাউন্ড জিরাে নামে পরিচিত। পরীক্ষামূলক বিস্ফোরণের তিন সপ্তাহ পরেই আমেরিকা ‘লিটল বয়’ ও ‘ফ্যাট ম্যান’ নামে দুটো পারমাণবিক বােমা ফেলে ধ্বংস করে দেয় জাপানের হিরােশিমা ও নাগাসাকি শহর। পারমাণবিক দানবের জন্মস্থান ট্রিনিটি সাইটে আমেরিকার জনগণেরও প্রবেশ নিষেধ। প্রথমবার আমেরিকায় গিয়ে লেখক আমেরিকান ফিজিক্যাল সােসাইটির পদার্থ বিজ্ঞানীদের সাথে দেখে এসেছেন ট্রিনিটি সাইট। নিউমেক্সিকো থেকে লেখক পাড়ি দিয়েছেন ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে। একজন সাধারণ বাংলাদেশির আমেরিকা ভ্রমণের রেখাচিত্র ‘প্রথম দেখা আমেরিকা’।