“মহানবী হযরত মুহাম্মদ : সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম” বইটির প্রথম অংশের লেখাঃ
আমাদের প্রিয়নবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম) আজ থেকে চৌদ্দশ বছর আগে, ৫৭০ খ্রিস্টাব্দে আরবদেশের মক্কানগরীতে জন্মগ্রহণ করেন। তখন ঐ দেশটির নাম ছিল “জাযিরাতুল আরব”। এখন যে দেশটিকে আমরা সৌদিআরব বলি। তখন এ দেশটিরই নাম ছিল ‘জাযিরাতুল আরব’ বা আরব উপদ্বীপ। সারা আরব দেশটাই মরুভূমি আর পাহাড়-পর্বতে ভরা।
প্রাচীনকালে আরবদেশে উট ও ঘােড়ায় চড়ে মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় চলাফেরা করত। ব্যবসা-বাণিজ্য করত। আজ যেমন সৌদিআরবে অসংখ্য মােটরযান চলছে, হেলিকপ্টার উড়ছে। অগণিত জেট প্লেন এসে নামছে এয়ারপাের্টে, তখন এসবের কিছুই ছিল না। শুধু সারি সারি উটের কাফেলা এক শহর থেকে অন্য শহরে মানুষজন ও মালপত্র নিয়ে ধীরে ধীরে চলত।
আজ থেকে চৌদ্দশ বছর আগের পৃথিবীর সব জায়গার চেহারাটাই ছিল অন্যরকম। তবু পৃথিবীর সভ্য মানুষেরা একে অন্যের খোঁজ-খবর রাখত। কিন্তু আরবের মানুষেরা এমনি এক পিছিয়ে পড়া জাতি ছিল যে তাদের কেউ চিনত না, খোঁজ-খবর রাখত না। আর আরবরাও নিজেদের গােত্রের লােকজন ছাড়া পৃথিবীর সভ্য জাতিগুলাের সাথে মেলামেশার গরজ দেখাত না। তারা নিজেদের ভেতর নিজেদের নিয়েই খুশি থাকত।
বিশ্বগােলকের পূর্বদিকে পৃথিবীর ঠিক মাঝখানে আরবদেশটির অবস্থান । এর পশ্চিমে লােহিত সাগর ভূমধ্যসাগর। দক্ষিণে ভারত মহাসাগর ও আরবসাগর। উত্তর দিকে সিরিয়ার মরুভূমি। আর পূর্বদিকে পারস্য উপসাগর…..