“কল্পশিকারী” বইটির সম্পর্কে কিছু কথা:
উদ্ভট এক বিচার থেকে বাঁচতে ২০৭২ সালের পৃথিবী থেকে পালিয়ে গেল ই-ফোর্স যােদ্ধা। সােমাে। কিন্তু অন্য কোথাও যাওয়ার আগেই সে নিজেকে আবিষ্কার করল এক অদ্ভুত। মহাকাশযানে। তার সঙ্গে চলে এসেছে ডন, রব আর পাহাড়। তারা এখন ভয়ঙ্কর এক । ভিনগ্রহী জেনারেল টরাসের হাতে বন্দি। গত সাতশ বছর ধরে সে নভােচারীদেরকে তার। মহাকাশ স্টেশনে বন্দি করছে। এই শিকারদের মনােজগতই তার সব শক্তির উৎস। সিদ্ধান্ত। নিল সােমাে, যে করেই হােক টরাসের হাত থেকে মুক্ত করবে সবাইকে।