“ভূত FM ডর-ভয় ছায়ার গল্প” বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ
‘ভূত এফ এম, ডর-ভয়, ছায়া’র গল্প লেখা হয়েছে সংশ্লিষ্ট রেডিও অনুষ্ঠান শুনে। বই মেলায় অসংখ্য পাঠকের চাহিদার প্রতি সম্মান জানাতে এ বই লিখতে ও প্রকাশ করতে বাধ্য হলাম। রেডিওর তিনটি জনপ্রিয় অনুষ্ঠানের গল্প থেকে ভিন্ন আঙ্গিকে গল্পগুলাে সাহিত্যমূল্য রেখে লিপিবদ্ধ করা হয়েছে। যেসব শ্রোতা রেডিওতে গল্প বলার সুযােগ পাননি, এরকম শ্রোতার গল্পশুনে দেওয়া হয়েছে গল্পরূপ। কিছু গল্প সত্যি অসাধারণ-অকল্পনীয়। কিছু গল্প পড়ে মহানন্দে ভয়ের রাজ্যে হারিয়ে যাবেন পাঠক। আবার দুএকটি গল্প পড়ে ভয়-ভয় আলােছায়ার দোলায় দুলবেন উত্তেজিত পাঠক। চোখের তারায় চিত্রকল্পে ভেসে উঠবে ভৌতিক দৃশ্য। টান টান উত্তেজনায় পাঠক এক নিমিষে বইটি গলাধঃকরণ করবেন। ভূতের বইও যেমন ভয়ের বই হয় তেমনি আনন্দের খােরাক হয়-এ বই পড়ে পাঠক সেটি অনুধাবন করবেন। অনুসন্ধিৎসু শ্রোতা-পাঠককে অনুপ্রাণিত করবে লেখক হতে এ বই। তাই এ বই ছােট-বড় সকলেরই প্রিয় হবে -এটাই প্রত্যাশা।