ক্লিওপেট্রা বলেছিলেন তার মুক্তির সঙ্গে সঙ্গেই নাকি সৌভাগ্য রূপমের দাস হয়ে যাবে। অন্য সবার মতাে রূপম নিজেও বিশ্বাস করেনি কিছুই। হাজার বছর আগের রাণী ক্লিওপেট্রা রূপমের জীবনে এসেছিল নিজের অভিশাপ মুক্ত করতে কে বিশ্বাস করবে? হাসপাতালের বিছানায় শুয়ে কেবল সত্য মিথ্যার পার্থক্য করতে করতে কেটে গেল অনেকগুলাে দিন। পরের ঘটনা আরও ভয়াবহ। পটভূমিতে উদয় হলেন মিশরীয়দের আলাে এবং বাতাসের দেবতা শ্য। ক্লিওপেট্রার দূত হয়ে তার দাবি রূপম এখন একজন অতিমানব। সেই অতিমানবীয় ক্ষমতার জোরে চাইলে ছতে পারবে অমরত্বকেও তবে তার জন্য পাড়ি দিতে হবে বেশ ক’টি ধাপ। এবারের ধাপটিও মিশরেই। তবে এবার নেফারতিতি। রূপমকেই অতীত ভ্রমণ করে তার কাছে যেতে। হবে। অমরত্বের জন্য জয় করতে হবে।