“আমাদের বিলু মামা” বইয়ের ফ্ল্যাপের লেখা:
বিলু মামা একটি মজার চরিত্র। লেখাপড়া ছাড়া আর সবকিছুতেই তার আগ্রহ প্রচুর। এই চরিত্রটিকে নিয়ে শাহাবুদ্দীন নাগরী প্রথম প্রকাশ করেছিলেন তাঁর কিশাের গল্পগ্রন্থ “বিলমামার গবেষণা’ (১৯৯৩)। ২০০৬ সালে প্রকাশ করেন বিলু মামাকে নিয়ে লেখা। একটিমাত্র গল্পের বই ‘বিলু মামার নিউ প্রজেক্ট। এই মজার চরিত্রটিকে নিয়ে শাহাবুদ্দীন নাগরী এবার লিখেছেন চারটি মজার গল্প এবং এটি আমরা মলাটবদ্ধ করে প্রকাশ করছি আমাদের বিলু মামা’ নামে। সবগুলাে গল্পই নানা কাহিনির বর্ণনায় ঝরঝরে এবং সাবলীল। গল্পগুলােয় টেনশন যেমন আছে তেমনি আছে মজার পরিসমাপ্তি । কিশাের-তরুণদের মনের কথাগুলােকে বিলু মামা এবং তার কিশাের-সাগরেদদের ভেতর দিয়ে তুলে এনেছেন লেখক তার শিল্পিত ভাষাভঙ্গিমায় ।