উড়িয়া উড়িয়া যাই
সৈয়দ ইকবাল
বিষয় : উপন্যাস
বালক বয়সে স্কুলে যেতে প্লেনের দিকে মাথা উঁচু করে দেখতে গিয়ে অন্যের সঙ্গে ধাক্কা খেুাম। স্বপ্নেও ভাবিনি আকাশে ঐ প্লেনে উড়িয়া উড়িয়া পৃথিবীর সাত সমুদ্দুর বার-বার পেড়িয়ে যাবো। বন্দরে বন্দরে বিমান থামে, পরিচয় হয় কত মানুষের সঙ্গে। বন্ধুত্ব হয়, কাছে আসে মানুষ আবার যে যার মতো দূরে চলে যায়।
‘উড়িয়া উড়িয়া যাই’ এই উপন্যাসে তেমনি কানাডার টরন্টো থেকে জার্মানির ফ্রাঙ্কফুট এয়ারপোর্ট এসে আটকা পড়া একদল মানুষ বাংলাদেশের বিমানের জন্য ঘণ্টার পর ঘণ্টা অধির আগ্রহে অপেক্ষা করছে। ঢাকা হয়ে কলকাতা যাবে দুই শিশু সন্তানসহ তিলোত্তমা সেন। তিলোত্তমার সাথে আলাপে-আলাপে ভুবন পার। তিলোত্তমার দুই শিশু কন্যার একটি হারিয়ে যারয়া। তাকে খুঁজতে ফ্র্যাঙ্কফুট থেকে নিজের বেরিয়ে পড়া। এইসব নিয়েই এই লেখা, ‘উড়িয়া উড়িয়া যাই’।