ছেলেটি মার্চেন্ট অফিসের কেরানী- বছরের পর বছর ধরে বড় বড় বাঁধানাে খাতায় গােটা গােটা স্পষ্ট অক্ষরে আমদানি রপ্তানির হিসাব লেখে মেয়েটি শুধু একটি শ্যামবর্ণ সাধারণ গরিব গৃহস্থঘরের মেয়ে- সলজ্জ সহিষ্ণু মমতাময়ী।আফ্রিকা জুড়ে কালাে কাফ্রী জাতের উদ্বোধন-হুঙ্কারে সাদা বরফের দেশের আকাশ কেমন করে শিউরে উঠেছে সে খবর তারা রাখে না। হলুদবরন বিপুল মৃতপ্রতিম জাতি একটা কোথায় কবরের চাদর ছুঁড়ে ফেলে খাড়া হয়ে দাঁড়িয়েছে তাজা রক্তের প্রমাণ দিতে, সে খোঁজ রাখবার তাদের দরকার হয় না। তারা বাংলার নগণ্য একটি কেরানী আর কেরানীর কিশােরী বধূ। আসন্নযৌবনা মেয়েটি স্বজনহীন স্বামীর ঘরে এসে গৃহিণী হল।