ভালো ছাত্র হওয়ার কৌশল : ছাত্রজীবন হলো প্র্রতিটি মানুষের ভবিষ্যৎ জীবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় । কাজেই বলা যায়,এ সময়টুকু হলো জীবন গড়ার সবচেয়ে গুরুত্বপূর্ন ও মহামূল্যবান সময় । এ সময়ের ওপরই প্রত্যেক ছাত্রছাত্রীর বাস্তব জীবনের সফলতা ও বিফলতা নির্ভর করে । কাজেই প্রায় প্রত্যেক ছাত্রছাত্রীরই থাকে ভালো ছাত্র হওয়ার তীব্র আকাঙ্কা । অনেকে এ লক্ষ্যে পড়ালেখার যথেষ্ট সময় দিয়েও কাঙ্খিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হন । এখন প্রশ্ন হলো কেন এমন হয় ? এ প্রশ্নের জবাব এক বাক্য দেওয়া কঠিন । তবে এক বাক্য উত্তর হলো পরিকল্পনা । এজন্য চাই যথাযথ নিয়ম ও কৌশল জানা,রুটিনমাফিক সুপরিকল্পিতভাবে পড়ালেখা করা ।