“আন্দালুসিয়া” বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ
আন্দালুসিয়া বলতেই চোখের সামনে ভেসে উঠে রােমান্টিক এক ছবি। যে ছবিতে উদ্ভাসিত হয় জলপাই কুঞ্জের পাশে গাছের ছায়ায় বাঁশি হাতে মেষ পালক, জিপসী রমণীর ফ্লামেঙ্কো নৃত্যে বিভাের হওয়া, মৃত্যুর দ্বৈরথে ষাড়ের সঙ্গে সােনালি পােশাক পরা মাতাদোর, অশ্বখুরাকতি আর্চের অলঙ্করণ নিয়ে দাঁড়িয়ে থাকা মুর মুসলিমদের প্রাসাদ এবং ক্যাথলিক রাজা ও তাদের উত্তরসূরিদের সময়ে নির্মিত গথিক-ব্যারােক গির্জার গগনস্পর্শী চূড়া। এসব নিয়েই আন্দালুসিয়া কিন্তু আরও বেশি কিছু। হাসনাত আবদুল হাই কেবল ভ্রমণ অভিজ্ঞতা নয়, ইতিহাস এবং সাংস্কৃতিকভাবে উল্লেখযােগ্য কিছু বিষয়ের ওপরও আলােকপাত করার চেষ্টা করেছেন এই ভ্রমণ কাহিনিতে। যা একটি অঞ্চল সম্পর্কে জানার, বুঝার এবং দেখার আগ্রহকে আরও বাড়িয়ে দিবে।