“ছোটদের মুক্তিযুদ্ধের গল্প” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
এই গ্রন্থে সেলিনা হােসেনের অসাধারণ হাতে রচিত হয়েছে। একাত্তরের মুক্তিযুদ্ধের কথা। যুদ্ধদিনে, যারা বেঁচে ছিলেন তাদের জীবন ছিল মৃত্যুর কাছাকাছি দাড়িয়ে। এদের মধ্যে সন্ত্রস্ত, নিরুপায়, পরনির্ভরশীল নারীর দূরবস্থায় আকাশ বিদীর্ণ হয়, লজ্জায় নত হয় চরাচর; আর আমাদের বিবেক জ্বলে পুড়ে ছারখার হয়। এ গ্রন্থে মােট ৫টি মুক্তিযুদ্ধের গল্প স্থান পেয়েছে। সেলিনা হােসেন গল্পের আবহে যুদ্ধের নানা ঘটনাকে কল্পনায় বিস্তার ঘটিয়ে চরিত্রের মনস্তাত্ত্বিক বিশ্লেষণে সমকালীন পাটাতনেও নিয়ে এসেছেন। এখানে ইতিমসের ঘটনা এক জায়গায় থমকে থাকেনি। একাত্তরের গ্রামীণ পটভূমির গল্পসমূহ সে-সময়ের বাংলাদেশের সব গ্রামের প্রতিনিধিত্ব করে। একাধিক শহীদের সন্তান ভিটেমাটি রক্ষায় নতুন উদ্যোগ নিয়ে জীবনের যােগ করে বুঝিয়ে দেয় অস্তিত্বের মৌলিক দাবী। আবার ভালাে মানুষের মুখােশ পরা প্রতিবেশির নাগালের কাছাকাছি থাকা দম্পত্তিকে নিকেশ করার কুতৎপরতা আমাদের মনে করিয়ে দেয়। স্বাধীনতাযুদ্ধে বর্বর পাকিস্তান সেনাবাহিনীর দেশীয় দোসর। ঘৃণিত দালাল ও ধর্মান্ধদের। স্বাধীনতার পরে পরিবর্তিত সুযােগ নিয়ে রাজাকার পুনরুত্থান, শক্তি ও দাপট প্রতিষ্ঠিত করে কাঠামাের বর্তমানের অন্যায্য। চালচিত্র। বাংলাদেশের মুক্তিযুদ্ধের নানা প্রেক্ষাপট গল্পের আঙ্গিকে ওঠে এসেছে এই গ্রন্থে। পাঠকের জন্য এটি ইতিহাসকে ফিরে দেখার সংকলন। মুক্তিযুদ্ধের ঘটনা সেলিনা হােসেনের লেখনীতে ভিন্ন মাত্রা পেয়েছে নিঃসন্দেহে। তার গল্পের বহুমুখী বিন্যাস ইতিহাসের সত্যকে সাহিত্যের শিল্প করেছে।