“ছোটদের আলবার্ট আইনস্টাইন” বইটির ‘কিছু কথা’ অংশ থেকে নেয়াঃ
আমাদের সভ্য পৃথিবীতে এ-যাবৎ যতাে বিজ্ঞানী জন্মগ্রহণ করেছেন তার মধ্যে আলবার্ট আইনস্টাইন অন্যতম। তিনি পরমাণু বােমার জনক। অথচ এই বিজ্ঞানী যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরােশিমা ও নাগাসাকির ভয়াবহ পরিণতি দেখলেন, তখন নিজেকে আর পরমাণু বিজ্ঞানী ভাবতে চাইলেন না, তিনি মানবতাবাদী ও জনদরদী হয়ে উঠলেন। আইনস্টাইন মানুষকে খুব ভালােবাসতেন। দরিদ্র, নিপীড়িত ও নির্যাতিতদের প্রতি তিনি ছিলেন সমব্যথী। জীবনের শেষ দিকে তিনি বিশ্বের সকল রাজনীতিবিদ, বিজ্ঞানী, ধনী ও সচেতনদের অনুরােধ করেছেন মানুষের কল্যাণে কাজ করতে। তিনি নিজেও তা করে দেখিয়েছেন। তিনি কেবল বিজ্ঞানী নন, একজন মানবতাবাদী লেখকও। তার বিভিন্ন লেখনিতে তা সুন্দরভাবে ফুটে উঠেছে। বিশ্বশান্তির জন্য তিনি কাজ করেছেন।
এই মহান বিজ্ঞানীর জীবনের বিভিন্ন দিক এ গ্রন্থটিতে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আশা করি জ্ঞান পিপাসু পাঠক এটি পাঠ করে এই মহান বিজ্ঞানীর জীবন ও কর্ম সম্পর্কে কিছুটা জানতে পারবেন- এ প্রত্যয় ব্যক্ত করছি।