“২৪ ঘন্টার নিরাপত্তা লাভের উপায়” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
আল্লাহ তাআলার যিকির বা স্মরণের মাধ্যমেই। অন্তর প্রশান্তি লাভ করে। মানুষ বিভিন্ন সময় বিপদাপদের সম্মুখীন হয়। কিন্তু অনেকে এ । সময় আল্লাহর স্মরণাপন্ন না হয়ে বিভিন্ন ধরনের। কুফর এবং শিরকী কাজের মাধ্যমে বিপদ থেকে। মুক্তি পাওয়ার চেষ্টা করে। যেমন- অনেকে। তাবিজ-কবজ ব্যবহার করে, বিভিন্ন মাজারে। গিয়ে মাজারের ভণ্ডদের কাছ থেকে বিভিন্ন সুতা, রিং ইত্যাদি কিনে ব্যবহার করে থাকে। এগুলাে জঘন্য অন্যায় এবং পাপ কাজ। অতএব, একজন মুসলিমের উচিত সর্বদা ঐ আমলগুলাে করা- যা আল্লাহর নবী সুলায়। উম্মতকে শিক্ষা দিয়েছেন। বিশেষ করে সকাল-সন্ধ্যার যিকিরগুলাে নিয়মিত আমল। করলে এর মাধ্যমে বিপদাপদ থেকে নিরাপত্তা। লাভ করা যায়।