“আহমদ ছফার চোখে বাংলাদেশের বুদ্ধিজীবী” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
বাংলা সাহিত্যের অনেক বরেণ্য ব্যক্তিদের নিয়ে আলােচ্য গ্রন্থটিতে যে সকল মন্তব্য এসেছে সেগুলাে অনেক ক্ষেত্রে সংশয়ের উদ্রেক করতে পারে। পাঠকের কোন প্রশ্ন জাগলে তার উত্তর বই হতে পাওয়া সম্ভব। নয়। তাই ভূমিকার মাধ্যমে আমি পাঠকের কাছে উপস্থিত হয়ে কিছু প্রশ্নের আগাম উত্তর দিতে চেষ্টা করলাম । সুহৃদ পাঠক, গ্রন্থে আমার জবানিতে বর্ণিত বক্তব্য বাকি বক্তব্যগুলাে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের নিজস্ব বক্তব্য। আহমদ ছফার জনানিতে বিধৃত কথাগুলাে সম্পূর্ণরূপে প্রয়াত আহমদ ছফার । বিগত ১১ বছর আহমদ ছফার সাহচর্যে থাকার সুবাদে সাহিত্য বিষয়ে যে আলাপ হত তার কিয়দংশ দিয়ে গ্রন্থটি সাজানাে হয়েছে। ধারাবাহিক কোন বিবরণ। এটা নয়। প্রামাণ্য বলেও দাবি করছি না। আহমদ ছফার সাথে আমার আড্ডা বা আলাপের যে সকল টুকরাে স্মৃতি স্মরণে ছিল তা দিয়ে গ্রন্থটির অবয়ব সজ্জিত করেছি মাত্র।