“অমীমাংসিত খুন” বইয়ের ফ্ল্যাপের লেখা:
বাবু একটা মরা কাক তুলে দেখাল। ঘাড় এমনভাবে মটকেছে যে প্রায় ছিড়ে গেছে। কী ভয়ঙ্কর! আফসার সাহেব কিছুটা ঘাবড়ে গেলেন। এই ছেলেকে জিনে-টিনে ধরেনি তাে? কিছুদিন যাবত বাবুর ব্যাপার-স্যাপার বােঝা যাচ্ছে না। তিনি যথাসম্ভব মােলায়েম কণ্ঠে বললেন, ঘাড় মটকে দিয়েছ কেন? খাব। খাব মানে? খাব মানে খাব। এ পৃথিবীর অনেক উপজাতি কাকের গােস্ত খায়। কিন্তু বাবা তুমি তাে উপজাতি না খাঁটি বাঙালি। তাছাড়া মুসলমানের পুলা। কাকের গােস্ত খাবা ক্যান? বাবু কথা বাড়াল। বলল, আপনি চিন্তা কইরেন না চাচাজান। কাক আর কা-কা করব না। আফসার সাহেব বাবুর কথায় তেমন কোনাে ভরসা পেলেন না। তবে তর্কেও গেলেন না। একে ঝেটিয়ে বিদেয় করলেই সব সমস্যার সমাধান। মনে মনে গালিও দিলেন, বদের বাচ্চা বদ, এই বাড়ি থেকে বের করে দিলেই বুঝবি, কেউ তােকে বাড়ি ভাড়া দেবে না। কাক পালার আস্তানা পেয়ে বসেছে। বজ্জাতের বজ্জাত। কয়দিন পর রাস্তায় বসে কাকের গােস্ত খাবি ।