তুখোড় গোয়েন্দা শার্লক হোমসের উপস্থিতিতে এক পাহাড়ী এলাকায় একজন জলজ্যান্ত ব্যক্তি খুন হয়ে গেল। তদন্তে নামল শার্লক হোমস। তার পাশাপাশি তদন্ত চলতে শুরু করল অলৌকিক ক্ষমতাসম্পন্ন এক অল্পবয়স্ক ছেলে-অর্চি। ওর তদন্তে প্রমাণিত হলো খুনের সাথে স্বয়ং শার্লক হোমস জড়িত! খুনী ধরতে এসে নিজেই ফেঁসে গেল শার্লক হোমস। দুই গোয়েন্দা এবার মুখোমুখি অবস্থানে। শুরু হলো তীক্ষ্ন বৃদ্ধির ঠান্ডা লড়াই। কে জিতবে?