মানুষের ভেতর বাসকরা মানুষেরা প্রতিদিন নিজের সাথে নিজের ভাবনাগুলাের আদান প্রদান চালু রেখে প্রত্যাশা করে আপন আকাক্ষার বাস্তবায়ন। মানুষেরা রাষ্ট্রের কাঠামােতে সমাজ ও রাজনৈতিক বিশ্বাস খুঁজে ফেরে নিজের সহজাত মৌলিক অভিলাষে মােড়ানাে পথ আর প্রশান্তি পেতে। মানুষেরাই তো বুকের কোটরে পেলেপুষে রাখা সুকোমল সিম্ফনিগুলােকে আরেকটি হৃদয়ের অভিমানের স্রোতে মেশাতে স্বপ্নাচ্ছন্ন হয়। মানুষেরা তাদের ভাবনার এ সকল খেলাতেই হয় তাে হোঁচট খায়, তখন আবারাে কর্কশ অভিজ্ঞতাগুলােকে নতুন করে রঙ মাখিয়ে প্রত্যাশার বিনুনিতে আপন জীবনের প্রাপ্তির ছায়া নির্মাণ করে। এই যে এমন করে মানুষের সাথে নিজের গহিনে বাসকরা মানুষের খেলা, এই যে মানুষের ভাবনার সাথে রাষ্ট্রের অনুরক্ত ভঙ্গির সংঘাত, সেগুলােই কথাশিল্পী মুজতবা আহমেদ মুরশেদের গল্পের উপজীব্য। জলনর্তকীর ছায়া গল্প সংকলনেও ওই রকম উপাদানে সমৃদ্ধ ঋজু ছাঁটের ছন্দময় ভাষায় লেখা এগারােটি গল্প উপস্থাপিত। এ গল্পগুলাে একেবারেই সেই সকল পাঠকের জন্যে, যারা প্রতিনিয়ত জলজ রেখাচিত্রের ওপর প্রাণের স্ফুলিঙ্গ জ্বালিয়ে জীবনের গলি-উপগলির নানা মাত্রিক রঙ চিনতে তৃষ্ণার্ত।