“রাসেলের মা” বইয়ের ফ্যাপের লেখা:
‘রেণু না থাকলে আর যা-ই হই না কেন, বঙ্গবন্ধু হতে পারতাম না।’ স্ত্রী ফজিলাতুন্নেছা রেণু সম্পর্কে জাতির জনকের এই মন্তব্য শােনার পর তাঁকে জানার কৌতূহল কেবলই বড় হতে থাকে। একই সাথে তিনি স্নেহময়ী মা। মাত্র ৪৫ বছর বয়সে জীবন প্রদীপ নিভে যায় ঘাতকের বুলেটের আঘাতে। ১৯৭৫ সাল থেকে তিনি দূর আকাশের নক্ষত্র। এই উজ্জ্বল নক্ষত্রের অনেক অজানা কথা ধরা থাকল এই বইয়ের পাতায় পাতায়।