“হরিপদ কেরানির ডায়েরি” বইয়ের ফ্ল্যাপের লেখা:
কেরানি জীবন নিয়ে বাংলায় লেখা হয়েছে বহু ছােটোগল্প ও উপন্যাস, কিন্তু কেরানির লেখা ডায়েরি! বােধ হয়, নয়! রম্যরচনার স্টাইলে রচিত এই গদ্যলেখাটি লেখকের দীর্ঘ সরকারি চাকুরিজীবনের অভিজ্ঞতার ভিত্তিতে লেখা। কেরানিজীবন, বিশেষ করে সেই কেরানি যদি রাইটার্স বিল্ডিংসের চাকুরিজীবী হয়ে থাকে, তার জীবনচর্যা এক মহার্ঘ্যবিশেষ। পাঠক লক্ষ করতে পারবেন রুক্ষ ফাইল নিয়ে যারা কাটিয়ে যান এক দীর্ঘ জীবন, তাঁদের ক্লান্তিকর জীবনের মধ্যে লুকিয়ে থাকে কত কৌতুক, কত অম্লমধুর ঘটনা।