সেলিনা শেলী একাধারে কবি গল্পকার এবং গদ্যকার।কবিতায় যারা সন্ন্যাস যাপন করেন উত্তমরূপে তাদেরই একজন তিনি।যখন কবিস্বরের স্বরভঙ্গিতে সমসাময়িক কবিদের চেয়ে আলাদা।যখন প্রাবন্ধিক-ব্যবচ্ছেদে নির্মোহ গুণবিচারী।ইতোপূর্বে তার গবেষণাধর্মী ‘কবিতার ব্যঞ্জন ও ব্যঞ্জনা ব্যাপকভাবে পাঠক সমাদৃত হয়েছে।’সেদিন কী তিন ছিল এ দিন কী দিন’ ও’কতিপয় কবিতার কথায়’-ও শক্তিমান গদ্যশিল্পীর পাশাপাশি তার প্রজ্ঞা ও মননশীলতার পরিচয় পান পাঠক।এই গ্রন্থের প্রবন্ধগুলো তার দূরাণ্বয়ী মেধা ও প্রজ্ঞার স্মারকও বটে।নিরন্তর পাঠের ভেতর নিজেকে নবায়ন করতে জানেন তিনি।ফলে তার গ্রন্থও একপাঠে পুরিয়ে যায় না।তর্ক প্রতর্ক চিন্তানুচিন্তনে,আত্নদর্শন ও জিজ্ঞাসার সমবায়ে চিন্তাবর্গের নতুন দুয়ার খুলে দেন শেলি।এভাবেই তার চিন্তাশীল ভাববিনিময়-চিরকেল পাঠকের হয়ে ওঠে।