‘মালতি মাধব’ বইয়ের ফ্ল্যাপের লেখা
মালতি মাধব গগন আর ঝুমনিতলাও পশ্চিম সীমান্তের মরুভূমি আর এই কুসুম বেড়ে গ্রাম সব যেন স্বপ্ন। স্বপ্ন অথবা বিভ্রম। কুসুমবেড়ের পোস্টম্যান মাধব চিঠির ব্যাগে মালতির জন্য প্রিয় বান্ধবী বা দুর্গেশনন্দিনী বই বয়ে আনে। স্বামী আর শ্বশুর ঘরে মন নেই *মালতির। সে পোস্টম্যানের আনা সেই চিঠির জন্য বসে থাকে যা খুললেই চাঁপার গন্ধ। চাঁদের আলোয় যে চিঠি পড়তে হয়। কে দেয় চিঠি মালতির ঠিকানায় ? সে কি পশ্চিম সীমান্ত থেকে পাগল হয়ে-ফেরা সোলজার গগন। গগন দেখেছিল দেবতার লীলা। ঝুমনিতলাও এর তীরে দেবতার রতিক্রীড়া দেখার পাপে গগন মাথার ভিতরে শূন্য মরু নিয়ে ঘোরে। এই উপন্যাস কখনও সত্য কখনও স্বপ্ন । কখনও লৌকিক কখনও এর গায়ে অলৌকিক চাঁদের আলো জড়ানো।