এককালে বহু পাঠকের আক্ষেপ ছিল বাংলা সাহিত্যে নারী গােয়েন্দার অভাব। তপন বন্দ্যোপাধ্যায়ের সৃষ্ট গার্গী চরিত্রটি ‘ঈর্ষার সবুজ চোখ’ থেকেই দৃষ্টি আকর্ষণ করেছে তাবৎ পাঠকের। এই খণ্ডের সংকলিত ‘নীল রক্ত নীল বিষ’ আনন্দবাজার। রবিবাসরীয়তে ধারাবাহিকভাবে প্রকাশিত হওয়ার সময় থেকেই অর্জন করেছিল প্রবল জনপ্রিয়তা। কফিন রঙের রুমাল’ ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল। ‘একদিন পত্রিকার রবিবারের পৃষ্ঠায় আর শারদীয়া বর্তমান’-এ প্রকাশিত ক্যাপসুল রহস্য উপন্যাসটি সংকলিত হল আমূল পরিমার্জনা করে ও বর্ধিত আকারে।