মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোটগল্প নিয়ে এক সামগ্রিক বিশ্লেষণধর্মী বই এটি। মানিকের ব্যক্তিজীবনের অভিজ্ঞতা বড়ো বৈচিত্র্যময়। তার সঙ্গে নানা বিশ্বখ্যাত মনীষীর জীবনদর্শন যুক্ত হয়ে সৃষ্টি হয়েছে এক উন্নত শিল্পবোধ। এই চেতনা তাঁর ছোটগল্পের কাঠামোয় কীভাবে রূপায়িত হয়েছে লেখক এ বইতে তা ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। লেখক হিসেবে মানুষের সুস্থতাই ছিল মানিকের লক্ষ্য। এই আকাক্সক্ষা থেকে তিনি কখনো ব্যক্তিমন বিশ্লেষণে আবার কখনো সমাজমনস্তত্ত্ব বিচারে আগ্রহী হয়েছেন। মানুষের দুঃখ, দুর্দশা ও বিকারের কারণ খুঁজেছেন এবং তা থেকে তাদের মুক্ত করার প্রয়াস পেয়েছেন। মানিকের এই মৌল অভীপ্সার স্বরূপকেই উন্মোচন করা হয়েছে এ গ্রন্থে। সমগ্র বাংলা সাহিত্যেই মানিক এক ব্যতিক্রমধর্মী লেখক। যুক্তির পথ, নির্মোহ বাস্তবতার পথ আর শতভাগ আধুনিকতার পথেই তিনি বলিষ্ঠভাবে হেঁটেছেন। নির্মমভাবে উন্মোচন করেছেন জীবনের যত ক্লেদ, গ্লানি, শোষণ আর জীবনবিরোধী নেতিবাচক সব উপাদান। তাই তাঁর গল্পের পরতে পরতে ছড়িয়ে আছে একটি সুস্থ মন আর কল্যাণকর জীবনের স্বপ্ন। পাঠক এ বই থেকে মানিকের ওই স্বপ্নের স্বরূপকে যথাযথভাবে উপলব্ধি করতে পারবেন; পরিচিত হতে পারবেন মানিকের শিল্পীস্বভাবের অনুন্মোচিত নানা প্রান্তের সঙ্গে।