“ধর্ম ও শিষ্টাচার “বইটির ভূমিকা:
الحمد لله الذي جعلنا من امة سيد المرسلين وخاتم النبین وجعلنا من السالكين مسلك علماء دیوبند والصلواة والسلام على معلم الجن والانس النبي الاكرم وعلى اله واصمابه أجعين – | ২। বিশ্ববিখ্যাত ইসলামী বিদ্যাপীঠ, দারুল উলুম দেওবন্দ মাদরাসা একটি ইলহামী দ্বীনি মারকায, যার প্রত্যেক রুহানী সন্তান বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। তেমনি হাকীমুল ইসলাম আল্লামা ক্বারী তায়্যেব সাহেব (রহ.) সেই দেওবন্দ মাদরাসার একজন সুযােগ্য রুহানী সন্তান। যিনি সুদীর্ঘ পঞ্চাশ বছর দারুল উলুম দেওবন্দ মাদরাসার মকবুল পদ’ মুহতামিমের দায়িত্ব সুষ্ঠভাবে পালন করেছিলেন। যার বয়ান ও লিখনি পথহারা উম্মতে মুসলিমার জন্য অন্যতম রাহবর তুল্য। হযরতরেই একটি বয়ানের সংকলন দ্বীন আওর আদব’ যা কুরআন ও হাদিসে তত্ত্বপূর্ণ, আকাবিরীনের বিভিন্ন ঘটনা সম্বলিত। যেহেতু বর্তমানে আহলেহক উলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ’ মাতৃভাষা বাংলা চর্চার প্রতি বেশী গুরুত্ব দিয়েছেন। পক্ষান্তরে হযরত হাকীমুল ইসলামের (রাহ.) এই বয়ানটি আদব-মিষ্টাচারিতার ব্যাপারে খুবই উপকারী হবে বলে আমার একান্ত বিশ্বাস। সেই বিবেচনায় ইহার নুিবাদের কাজে হাত দিয়েছি। অনুবাদের পান্ডুলিপি তৈরির পর ছাপানাের জন্য ইউনুছিয়া লাইব্রেরী সত্তাধিকারী মােঃ বশির আহমদ এর প্রচেষ্টায় আল-মাহমুদ। প্রকাশনী এর পরিচালক বন্ধুবর মাওলানা নূরুল্লাহর সঙ্গে যােগাযােগ হওয়ার পর তিনি ছাপানাের দায়িত্ব নেন। আমি মানুষ হিসেবে ভুলের ঊর্ধ্বে নয়। অনুবাদ কাজে কোথাও ভুলত্রুটি দৃষ্টিগােচর হলে অবগত করালে কৃতজ্ঞ থাকব। পরবর্তী সংস্করণে সংশােধনের তওয়াদা রইল ইনশাআল্লাহ। পরিশেষে সকলের শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক সকলকে উত্তম জাযাদান করুন। পরকালের নাজাতের উছিলায়। বানিয়ে দিন। আমীন! سیدالمرسلين وخاتم النبیین صلی الله عليه وسلم .