“অতঃপর এলো প্রেম” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
শাহেদ ও শাওলির দাম্পত্যের শুরুটাই বড্ড গােলমেলে। ওরা ভেবেছিল প্রেম-ভালবাসা আদতে কিছু নয়, স্রেফ টাকা ও ক্ষমতা দুজনের সম্পর্কে জোশ এনে দেবে। ফেসবুকে অঢেল সময় ঢালা শাওলির জন্য কাল হয়ে দাঁড়ায়। রাতজেগে মেসেঞ্জারে ‘টুঙ-টুঙ’ শাহেদের সাথে ক্রমশ তার দূরত্ব বাড়িয়ে দেয়। শাহেদও স্ত্রীর দিকে ফিরে তাকায় না। করপােরেট রাজ্যে সে বরং একাধিপত্য চায়। ইউনিভার্সিটি ক্যাম্পাসে রাকা-রােহানের কুসুমগরম প্রেম সহসাই টলে যায়। এর পেছনে শাওলির অবদান ছিল। বলতে নেই, ফিনফিনে শিফনে সে দুর্দান্ত। ওই ফিগার দেখে মাথা ঘােরে রােহানের। বুঝতে পারে না যে, মােহ আর প্রেম এক নয়। শাওলি তাকে সাময়িক উত্তেজনা হয়তাে দেবে, কিন্তু স্বস্তি দেবে না। আবার রাকার সাথে বান্ধবী শিখার সম্বন্ধ নিয়েও গুঞ্জন ওঠে। সােমত্ত দুটো মেয়ের মধ্যে এত ঘনিষ্ঠতা কীসের! ওরা নাকি একে অপরকে জড়িয়ে ধরে কী কী সব করেও! এভাবেই ক্রমশ গড়ে ওঠে রম্যধাঁচে লেখা এই উপন্যাসের পেলব শরীর। অতঃপর এলাে প্রেম! সত্যি সত্যি!