“ক্যান্সার” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
ক্যান্সার মানেই ভয়। ক্যান্সার মানেই মরণ, নেই কোন কথা এমন ধারণার কোনও হেতু নেই। আমরা অনেকে জানি না অনেক ক্যান্সার আগেভাগে ধরা পড়লে ভালাে হয়ে যায়। চিকিৎসায়। ক্যান্সার এখন আর মরণ রােগ নয়। একে প্রতিরােধ করা যায়, আমাদের প্রতিদিনকার জীবনযাপনে কিছু পরিবর্তন আনলে এক তৃতীয়াংশ ক্যান্সার ঠেকানাে সম্ভব। তাই ক্যান্সার সম্বন্ধে জানতে হবে। ক্যান্সারের কি কি ক্ষতি জানতে হবে। আজকাল টিক দিয়ে কিছু ক্যান্সার ঠেকানাে যায়। ক্যান্সার চিকিৎসাও এগিয়েছে অনেকদূর। আর আসছে আরাে নতুন হাতিয়ার, ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধের জন্য। আর একে ঠেকানাের হাতিয়ারও জানা চাই। স্বাস্থ্যকর আহার, নিয়মিত শরীরচর্চা, ধূমপান বদ্ধ করা, দেহের ওজন ঠিক রাখা এগুলাে বড় হাতিয়ার। কিছু পরীক্ষা-নিরীক্ষা আছে যেগুলাে আগেভাগে করলে শুরুতেই ধরা পড়ে ক্যান্সার। তখন চিকিৎসাও সহজ।। তাই ক্যান্সার সম্বন্ধে জানুন এবং অন্যকেও জানান। এই বইটির পাতায় পাতায় আছে এমন জানার কথা।