“চতুষ্পাঠী” বইয়ের ফ্ল্যাপের লেখা:
দেশভাগ-পরবর্তী আশ্রয়চ্যুত এক সংস্কৃতজ্ঞ পণ্ডিত অনঙ্গমােহনের জীবনসংগ্রামই নয় শুধু, তার আদর্শ এবং ধর্মসংকটও বিশ্লেষিত হয়েছে এই বন্দিত আখ্যানে। একটি নির্দিষ্ট ভাষার সঙ্গে কোনাে ধর্মের সম্পর্ককে অস্বীকার করেছেন অনঙ্গমােহন, সেই সঙ্গে প্রশ্ন তুলেছেন ব্রাহ্মণ্যতন্ত্র বিষয়েও। বিদগ্ধ মহল মনে করেন বাংলা ভাষায় এ যাবত প্রকাশিত শ্রেষ্ঠ একশােটি উপন্যাসের মধ্যে চতুম্পাঠী অবশ্যই রয়েছে।