“দ্য প্রফেট” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
বিশ্বসাহিত্যের কালজয়ী কাব্যগ্রন্থ ‘দ্য প্রফেট’। আলােচ্য গ্রন্থে জীবনের অন্তনিহিত সৌন্দর্য গভীর ও স্পষ্টভাবে বিদ্ধৃত-যা মনের জানালাগুলাে পরম যত্নে খুলে দেয়। আর তক্ষুণি সত্য ভােরের আলাের মতাে সর্বত্র ছড়িয়ে পড়ে। সহজ ভঙ্গিতে বলা কথা মানবিক দর্শনকে নিটোল অন্তরঙ্গতার সাথে তুলে ধরে আর নিরন্তর চিন্তা ও নির্দেশনার জোগান দেয়-যা ব্যক্তির জীবনাচরণকে মহিমান্বিত করতে পারে। শেষ পর্যন্ত বিশুদ্ধ আনন্দের। উৎসারণই এর অবশ্যম্ভাবী পরিণতি হয়ে দাঁড়ায়। সুদূর। নির্জনতা থেকে মানুষের হৃদয়ের কাছটিতে এসে এইসব উচ্চারণ করেছেন কাহলিল জিবরান-ভালােবেসে, ভালােবাসায়…