“রাসূলুল্লাহর (সাঃ) নামায” বইটির সম্পর্কে কিছু কথা:
প্রিয় নবীজীকে আল্লাহ তায়ালা সর্বপ্রথম সৃষ্টি করলেও তাঁকে এ পৃথিবীতে প্রেরণ করেছেন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল হিসেবে। তাঁকে দান করেছেন সর্বশেষ্ঠ আসমানী কিতাব, মহান আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ বাণী, মানবজাতির একমাত্র চিরন্তন, নির্ভুল সংবিধান পবিত্র কুরআনুল কারীম। যা সংরক্ষণ করার দায়িত্ব আল্লাহপাক স্বয়ং নিজ দায়িত্বে নিয়েছেন। আর এ কুরআনুল কারীম হলাে প্রিয় নবীজীর সর্বশ্রেষ্ঠ মুজিযা।
আমি নামাযের ব্যাপারে ব্যাপক ভিত্তিক কোন বই না পাওয়ায় যে ভাইয়েরা নিজেদের ইবাদতে রসূলুল্লাহ (সঃ)-এর চরিত্রকে অনুসরণ করতে চান, তাদের জন্য নামাযের তাকবীরে তাহরীমা থেকে তাসলীম, অর্থাৎ সালাম ফিরানাে পর্যন্ত যথাসম্ভব রসূলুল্লাহ (সঃ)-এর নামাযের ব্যাপকভিত্তিক বর্ণনা সম্বলিত একখানা বই লেখার কর্তব্য অনুভব করি।
আমি এ বইটিকে দুই ভাগে বিভক্ত করেছি। উপর ও নীচ। উপরের ভাগে হাদীসের মতন’ সহ মূল বক্তব্য পেশ করেছি। বিভিন্ন হাদীসের পৃথক পৃথক শব্দগুলােও ফায়দার জন্য উল্লেখ করেছি। আমি সনদে বর্ণনাকারী সাহাবীদের নাম খুব কমই উল্লেখ করেছি। উদ্দেশ্য হল, তা যেন সহজ-পাঠ্য হয়। নীচের অংশে উপরের অংশের ব্যাখ্যা-বিশ্লেষণ করেছি এবং হাদীসের সনদসহ বিভিন্ন সমালােচনা ও পর্যালােচনা করেছি। তাতে দুর্বল ও সহীহ হাদীস সম্পর্কে সুস্পষ্ট মতামত ব্যক্ত করেছি। এরপর আমি উদ্ধত হাদীস সম্পর্কে ওলামা ও মােহাদ্দেসীনে কেরামের মতামত উল্লেখ করেছি এবং তাদের দলীল-প্রমাণ বিস্তারিত আলােচনা করেছি।