বাইশ বছর ধরে জফির সেতু যত কবিতা লিখেছেন,তাদের মধ্যে বাছাই করা বয়ান পাঠকের কাছে উপস্থাপিত করা হচ্ছে ।কান্না দেখতে গিয়ে সূর্যাস্ত দেখেন যে-কবি কিংবা বালির বেদিতে শুয়ে উর্বর মাতাকে দেখেন,তাঁর কাছে জীবনের নির্মোক নয়,অস্তিত্বের অন্তসারই্ প্রত্যাশিত।জফির যে-প্রত্নকথাশ্রয়ী মহাসময়ের দিকে সুযোগ পেলেই ফিরে তাকান,এর কারণ,তাঁরও প্রত্যয় রয়েছে মানববিশ্বের উথানে।মৃত্যুর গভীরে প্রবেশ করে তিনি জীবনের পথপদর্শক হয়ে উঠতে চান।কবিতার শব্দপুঞ্জ সেই পথের সোপানমালা যেন।তবু পড়তে পড়তে অনুভব করি,নিরন্তর অস্থিরতায় তাড়িত তাঁর কবিসত্তা।যতই খুঁজতে থাকেন জফির,লক্ষ্য তত দিগন্তের অন্য পারে চলে যায়।আর কবিসত্তা সেই অধরা অন্বিষ্টের দিকে সঞ্চারিত হতে থাকে।