বিশ্বের ৬৪ জন আলােকিত মানুষের জীবনের অনুপ্রেরণামূলক ঘটনাবলি নিয়ে এ গ্রন্থটি রচনা করা হয়েছে। এ দেশের তরুণ সমাজকে জ্ঞান অন্বেষায়, সত্যের সাধনায়, গঠনমূলক চিন্তায় ও শুদ্ধাচারের ব্রত গ্রহণে উজ্জীবিত করাই গ্রন্থটি রচনার মূল উদ্দেশ্য। তবে এটি সকল বয়সের মানুষের পাঠ উপযােগী একটি গ্রন্থ । গ্রন্থে এমন মনীষীদের জীবনচরিত সংযােজন করা হয়েছে। যাদের জীবনচরিত থেকে কষ্টসহিষ্ণুতা, ধৈর্য, সাহস, পরহিতৈষণার দৃষ্টান্ত ও দীক্ষা লাভের সুযােগ রয়েছে। আশা করা যায় গ্রন্থটি আমাদের আত্মাকে স্পর্শ করতে ও ন্যায্য পথে চলার আলাে দেখাতে সহায়ক হবে।