এশিয়ার সিনেমাকে এই সুদীর্ঘ মহাদেশের সীমানার বাইরে, বৃহত্তর আন্তর্জাতিক মহল বা পশ্চিমাবিশ্বে প্রথমবার ব্যাপকভাবে পরিচিত করে দিয়েছিলেন যে মহান ফিল্মমেকার, তিনি আকিরা কুরােসাওয়া। তিনি বিশ্বাস করতেন, যা তার বলার ছিল, সবই নানাভাবে বলে গেছেন সিনেমায়। ফলে আলাদা করে নিজ জীবনের গল্প শােনানাের আগ্রহ তার ছিল না । তবু নানা চাপে এবং খানিকটা দায়বােধ থেকেই তিনি লিখে গেছেন এই আত্মজীবনী।