“স্পাই থ্রিলার: মিশন ইমপসিবল” বইয়ের পেছনের কভারে লেখা:‘পেন্টাগন থেকে ইজরায়েলকে দুটো মােবাইল অ্যাটম বােমা সাপাই দিচ্ছেন সিআইএ। ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়াহুদ বাহারান সমস্ত আয়ােজন দ্রুত শেষ করে আনছেন; নির্দিষ্ট তারিখে মুসলমানদের প্রাণপ্রিয় মক্কা এবং মদিনা শহরে একটা করে অ্যাটম বােমা ফাটানাে। হবে। ‘আমার অ্যাসাইনমেন্ট?’ কর্কশ গলায় জানতে চাইল বিপুল বিস্ময়, বাংলাদেশী স্পাই। ইজরায়েলে ঢুকে ওদের প্রতিরক্ষা মন্ত্রীকে খুন করতে হবে। এটা প্রায়। অসম্ভব একটা কাজ, তাই অ্যাসাইনমেন্টের নাম দেয়া হয়েছে মিশন। ইমপসিবল”। অবশ্যই এক ব্যক্তির আত্মঘাতী মিশন হতে হবে সেটাকে। খুব গােপনে সেরকম যােগ্য একজন এসপিওনাজ এজেন্ট খোঁজা হচ্ছে, যে নিজেকে ‘ওয়ান ম্যান আর্মি’ বলে মনে করে। জনাব বিপুল বিস্ময়, আপনিও হতে পারেন আমাদের সেই আদর্শ এজেন্ট। এখন ট্রেনিংয়ের মাধ্যমে পরীক্ষা করতে হবে বিপুল বিস্ময়ই সেই ওয়ান। ম্যান আর্মি কিনা।